সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির এই নোটিশে তাঁকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
রোববার (১২ মে) দিবাগত রাত ১২টার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর স্বাক্ষরিত নোটিশটি মামুন রশীদকে পাঠানো হয়।
এদিকে এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, মামুন রশীদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শোকজের কপি পাঠানো হয়েছে। পাশাপাশি হার্ডকপিও তার হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তার ব্যাখ্যা পাওয়ার পর গঠনতন্ত্র অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মামুন রশীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি অভিযোগ রয়েছে, তা নোটিশে উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে মামুন রশীদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আফসার উদ্দিন আওয়ামী লীগ সরকারের সময় এলাকার মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। তাঁর ভাই আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সহপাঠী। সেই প্রভাব ব্যবহার করে এলাকাবাসীর ওপর অত্যাচার করেছেন। তার বিরুদ্ধে বিএনপি নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মামলাও আছে। এলাকাবাসী আফসারকে ধরে আমার বাড়িতে নিয়ে আসে। আমি তাকে একটি রুমে রেখে রক্ষা করেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আফসার উদ্দিন তার ওপর নানাভাবে হয়রানি করেছেন বলেও দাবি করেন মামুন রশীদ।