ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করার পর তার জামিন শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণের সময় মোশাররফ হোসেনের পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম খান আদালতকে জানান, ২০১৩ সালে লেগুনা গাড়ি পোড়ানোর মামলায় তার ক্লায়েন্টকে সাড়ে তিন বছরের সাজা দেওয়া হয়েছিল, যদিও অভিযুক্ত গাড়িটি কোনো অস্তিত্ব নেই।
মামলাটি ২০১৩ সালের নভেম্বরে লালবাগ থানায় দায়ের করা হয়। ২০১৫ সালের ৩১ সেপ্টেম্বর ৭৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী বছর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং বিচার শুরু হয়। মামলার শুনানিতে ২৩ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিচার শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকার তৎকালীন মহানগর হাকিম সাইফুল ইসলাম ৫০ বিএনপি নেতাকর্মীকে তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন।