স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের পাশাপাশি মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় স্পেন প্রবাসী বিএনপি কর্মী সাইজ উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। এর জেরে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুট করা হয় ঘরের বিভিন্ন জিনিসপত্র। এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরের সমর্থদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
এদিকে, সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা পর থেকে উভয় পক্ষের পরিবারগুলোর পুরুষ সদস্যরা গ্রেপ্তার থেকে এড়াতে বাড়ি ছাড়া রয়েছেন বলে জানা গেছে। ঘটনার তিন দিন পার হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।
এদিকে সংঘর্ষ ও কর্মী নিহতের ঘটনায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বুধবার রাতে বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সালেহ আহম্মদ।