পুলিশের এই কর্মকর্তা শুক্রবার রাতে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত ঘিরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি জন্য সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চ ও এর আশপাশেও পর্যাপ্ত পুলিশ উপস্থিত রয়েছে। নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা ভোরের দিকে আরও বাড়বে বলেও জানিয়েছেন তিনি।
কর্মসূচি অনুযায়ী শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘মার্চ’ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করা হবে। ফলে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা করা হবে না।
যদিও সব রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোতে সোহরাওয়ার্দী উদ্যানে বৃহৎ এই গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম ছাড়াও জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদিস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
এছাড়াও বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ আহমাদুল্লাহ, মামুনুল হক, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, ড. আবুল কালাম আজাদ বাশার, প্রফেসর মোখতার আহমাদ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, হাসনাত আব্দুল্লাহ, আরজে কিবরিয়া, কবি মুহিব খান, লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিরা এতে অংশ নেয়ার কথা রয়েছে।