বিজয় দিবসে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দের শ্রদ্ধাঞ্জলি।
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগরস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দের উদ্যোগে ময়মনসিংহ শহরস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধার সন্তান হাসনাত জামান সাগর ও মাহমুদুল হাসান মিন্টুর নেতৃত্বে শহরের টাউনহল মোড় থেকে শোভাযাত্রা সহকারে উক্ত সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে উপস্থিত হয়। বর্ণিল সাজে সজ্জিত শোভাযাত্রাটি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার আহবায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন।