কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে দৌলতপুর থানা-পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
আটক যুবকেরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচরা এলাকার আতিকুজ্জামান (৩২), আবু জাফর (৩২) ও রাসেল হোসেন (২৫)।
ওসি নাজমুল হুদা বলেন, আজ শনিবার বিকেলে জয়রামপুর এলাকায় পুলিশের তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন যুবককে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক তিন যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি নাজমুল হুদা। তিনি বলেন, মামলা শেষে আগামীকাল রোববার তাদেরকে কারাগারে পাঠানো হবে।