ময়মনসিংহ , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না বললেন হাসনাত আবদুল্লাহ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জনগণের অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, যারা মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবন যাপন করছে, সেই ঋণখেলাপিদের বাংলাদেশের সংসদে আর জায়গা দেওয়া হবে না। আগামী দিনের সংসদ পরিচালিত হবে কেবল ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।

গত শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর ঈদগাহ মাঠে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে দুটি পক্ষ তৈরি হয়েছে। এর মধ্যে একটি পক্ষ ইনসাফ ও সাধারণ মানুষের শ্রম-ঘামে গড়া দেশের স্বার্থ রক্ষায় লড়ছে, আর অন্য পক্ষটি জুলুম, দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে।

প্রয়াত ওসমান হাদির স্মৃতিচারণ করে এনসিপি নেতা বলেন, সততার কারণেই হাদি ভাই আজও গণমানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার হত্যার বিচার করা একটি জাতীয় অসিয়ত এবং এই বাংলার মাটিতেই সেই বিচার নিশ্চিত করা হবে। যারা চাঁদাবাজ ও দুর্নীতির হোতা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

রসুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ইউপি সদস্য হাসান মেম্বার, সিরাজুল ইসলাম, সামসুল হক ও সোহাগ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে হাসনাত আবদুল্লাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না বললেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ১০:১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

জনগণের অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, যারা মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবন যাপন করছে, সেই ঋণখেলাপিদের বাংলাদেশের সংসদে আর জায়গা দেওয়া হবে না। আগামী দিনের সংসদ পরিচালিত হবে কেবল ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।

গত শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর ঈদগাহ মাঠে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে দুটি পক্ষ তৈরি হয়েছে। এর মধ্যে একটি পক্ষ ইনসাফ ও সাধারণ মানুষের শ্রম-ঘামে গড়া দেশের স্বার্থ রক্ষায় লড়ছে, আর অন্য পক্ষটি জুলুম, দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে।

প্রয়াত ওসমান হাদির স্মৃতিচারণ করে এনসিপি নেতা বলেন, সততার কারণেই হাদি ভাই আজও গণমানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার হত্যার বিচার করা একটি জাতীয় অসিয়ত এবং এই বাংলার মাটিতেই সেই বিচার নিশ্চিত করা হবে। যারা চাঁদাবাজ ও দুর্নীতির হোতা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

রসুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ইউপি সদস্য হাসান মেম্বার, সিরাজুল ইসলাম, সামসুল হক ও সোহাগ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে হাসনাত আবদুল্লাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।