গতকাল দুপুরে কাবাডি ফেডারেশন বিওএর অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের দল ঘোষণা, প্রস্তুতি এবং লক্ষ্য নিয়ে কথা বলছিলেন ফেডারেশন কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামও ছিলেন সংবাদ সম্মেলনে। মঞ্চ থেকে নামতেই খবর এলো ৩-১০ আগস্ট ভারতে বিশ্বকাপ নারী কাবাডি অনুষ্ঠিত হচ্ছে না। স্থগিত করা হয়েছে।
গতকাল দুপুরে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন মেইল করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে জানিয়েছে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ কাবাডি স্থগিত করা হয়েছে। ভারত নিজেরাই স্থগিত করার চিঠি দিয়েছে আন্তর্জাতিক ফেডারেশনকে। এখনো নাকি অংশগ্রহণকারী কন্টিনজেন্টগুলোর নামের তালিকা না পাওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সরকারি অনুমোদনের জন্য পাঠানো যায়নি। এসব কাজ সমাপ্ত করে নির্ধারিত সময়ে খেলা শুরু করাও সম্ভব না। এ অবস্থায় টুর্নামেন্ট আয়োজনে হাতে সময়ও কম।
বিশ্বকাপ কেন্দ্র করে বাংলাদেশ কাবাডি দল গত ফেব্রুয়ারি থেকে অনুশীলন করে আসছিল। নেপালে গিয়ে সিরিজ খেলে এসেছিল বাংলাদেশ, হেরে এসেছিল। এখনো অনুশীলন ক্যাম্প চলছে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত, ইরান, বাংলাদেশ, নেদারল্যান্ডস, জাপান, পোল্যান্ড, উগান্ডা, কেনিয়া, হাঙ্গেরি, থাইল্যান্ড, নেপাল, জার্মানি এবং আর্জেন্টিনাকে নিয়ে এবারের বিশ্বকাপ নারী কাবাডির দ্বিতীয় আসর হওয়ার কথা। গত মার্চে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ভারত ৩২-২৫ পয়েন্টে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।