বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায় আমাদের সিনেমা: শাকিব খান
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান একের পর এক সিনেমা দিয়ে চমক দিচ্ছেন। এবার নতুন সিনেমার ফাস্টলুক শেয়ার করলেন নায়ক। বেশ কিছুদিন ধরেই শাকিব খান ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘বরবাদ’ নিয়ে। ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। আর এবার এলো মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার ফাস্টলুক মোশন পোস্টার প্রকাশ হয়েছে।
প্রকাশ পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’-এর ফার্স্ট লুক। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী শাকিব খান। তিনি জানালেন, যে আয়োজনের সিনেমা এটা সেটা বাকিগুলোকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বরবাদ’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানেই শাকিব তার আসন্ন সিনেমার পাশাপাশি দেশের সিনেমা প্রসঙ্গ বিভিন্ন কথা বলেন শাকিব।
বাংলাদেশের সিনেমার বর্তমান অবস্থা নিয়ে বলতে গিয়ে শাকিব বলেন, একটা সময় বলেছিলাম, আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। তিনি আরও বলেন, এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের দেশের সিনেমা ১০০ থেকে ২০০ কোটির ক্লাবেও যাবে।
নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রিয়তমা বা অন্যান্য সিনেমার মতোই নতুনদের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। মেহেদী আমাকে বলে, তার সিনেমার গল্প শোনাতে চায়। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।
এদিকে, শাকিবের ‘বরবাদ’ মোশন পোস্টারটি প্রকাশের পরেই ছড়িয়ে গেছে অন্তর্জালে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজেও শেয়ার হচ্ছে। শাকিবের অফিশিয়াল পেজে মোশন পোস্টারে এরই মধ্যে মন্তব্য করেছেন কয়েক হাজার শাকিব ভক্ত। প্রকাশিত লুকে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লন্ডভন্ড করে বেরিয়ে আসে আগুনে কুণ্ডলী। জানিয়ে দেয়া হয়, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।
শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। এছাড়া, বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।