বীণপট্টি শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি খোকন রায় ও মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সুক্লা ঘোষ এর উদ্যোগে শিশুদের মাঝে বই বিতরণ ।
গত ১ জানুয়ারি, বীণপট্টি শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সভাপতি খোকন রায়ের উপস্থিতিতে কোমলমতি শিশুদের মাঝে বই বিতরণের একটি মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।(কেন্দ্র কোট – ১০০২)
এমন সুন্দর ও অর্থবহ কার্যক্রমে উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সুক্লা ঘোষ ।তিনি
আমাদের জানিয়েছেন এমন এক উদ্যোগের অংশ গ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি মনে করেন এই কার্যক্রম একই সাথে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিবে এবং তাদের মাঝে গড়ে তুলবে আগ্রহ ।তাদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই এমন উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি মনে করেন ।