রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর মণিপুরি পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ছাত্রলীগের ওই নেতার নাম মো. আবুল হাসান (৪০)। তিনি তেজগাঁও থানা ছাত্রলীগের সহসভাপতি।
থানা সূত্রে আরও জানা যায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা করা হয়। ওই মামলায় এজাহারনামীয় আসামি আবুল হোসেন। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।