ময়মনসিংহ , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক আজ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। ১২টা ১০ মিনিটে সাংগ্রিলা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল (শুক্রবার) বৈঠক হবে’।

তিনি জানান, ব্যাংককে আজ (বৃহস্পতিবার) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। বাংলাদেশ ও ভারতের কোটি কোটি মানুষের দৃষ্টি থাকবে এ বৈঠকের দিকে। দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে রাজনীতি, অর্থনীতির পাশাপাশি ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আলোচনা হয় কি না তা জানার আগ্রহ সবার।

নৈশভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সারিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশাপাশি বসতে দেখা গেছে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রসঙ্গত, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ৪ এপ্রিল অধ্যাপক ইউনূস আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের কাছে বিমসটেকের দায়িত্ব হস্তান্তর করা হবে। ওই দিনই (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সূত্র: বাসস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক আজ

আপডেট সময় ১০:৩৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। ১২টা ১০ মিনিটে সাংগ্রিলা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল (শুক্রবার) বৈঠক হবে’।

তিনি জানান, ব্যাংককে আজ (বৃহস্পতিবার) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। বাংলাদেশ ও ভারতের কোটি কোটি মানুষের দৃষ্টি থাকবে এ বৈঠকের দিকে। দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে রাজনীতি, অর্থনীতির পাশাপাশি ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আলোচনা হয় কি না তা জানার আগ্রহ সবার।

নৈশভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সারিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশাপাশি বসতে দেখা গেছে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রসঙ্গত, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ৪ এপ্রিল অধ্যাপক ইউনূস আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের কাছে বিমসটেকের দায়িত্ব হস্তান্তর করা হবে। ওই দিনই (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সূত্র: বাসস