ভারতে গড় খরচ ১৮ লাখ টাকা প্রতি বিয়েতে
রিয়েল এস্টেট ফার্ম নাইট ফ্রাংকের হিসাব অনুযায়ী, ভারতে ২০২৮ সালের মধ্যে তিন কোটি সম্পদের মালিকের সংখ্যা ৫০ শতাংশ বাড়বে। ২০৩০ সালের মধ্যে দেশটিতে মধ্যবিত্তের সংখ্যা হবে ৬০ কোটি। ২০৩০ সালের মধ্যে এই শ্রেণির মানুষের হাত দিয়ে ৮০ শতাংশ খরচ হবে।এ ধরনের বিয়েতে গড়ে খরচ হয় দুই লাখ থেকে চার লাখ ডলার। তবে এই হিসাবের মধ্য গয়না ও পোশাকের খরচ অন্তর্ভুক্ত নয়।এটা কনের গয়না থেকেই ভারতের জুয়েলারি বাজারের অর্ধেক আয় আসে। বিশ্বের অন্যতম বড় সোনার বাজার ভারত। হীরা ও দামি পাথর খচিত গয়নারও চাহিদা বাড়ছে দেশটিতে দিনের পর দিন। বিয়ের খরচের একটা বড় অংশ খরচ হয় খাবারের পেছনে। খাবারের মেন্যু বড় করার মধ্যেই আর খরচ থেমে নেই।

 Reporter Name
																Reporter Name								 















