সৌদি আরবের মক্কায় চলছে পবিত্র হজের শেষ মুহুর্তের প্রস্তুতি। বুধবার (৪ জুন) শুরু হতে যাওয়া হজের আনুষ্ঠানিকতাকে সামনে রেখে নিরাপত্তা, চিকিৎসা সেবা, সড়ক শৃংখলা- সব দিক দিয়েই প্রস্তুতি সম্পন্ন।
সৌদি আরব জানিয়েছে, এরই মধ্যে বিশ্বের ৭১টি দেশ থেকে ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা উপস্থিত হয়েছেন। তাদেরকে সাত দিনে উন্নতমানের মেট্রো সার্ভিস দেয়ার জন্য একটি বিশেষ ট্রেন ৪৯০০ বার আসা-যাওয়া করবে। সড়ক নিরাপত্তায় ৭৪০০ কিলোমিটার রাস্তাকে স্ক্যান করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হচ্ছে।
পরিবহন ও লজিস্টিক সার্ভিসেসের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ বলেছেন বিমান, স্থল, সমুদ্র ও লজিস্টিকসসহ সফরের সব সেক্টরে বার্ষিক হজযাত্রার বিস্তৃত প্রস্তুতি নেয়া হয়েছে।
হজ বিষয়ক যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মুখপাত্র সা’দ আল শানবারি বলেছেন মক্কা, মদিনা এবং পবিত্র স্থাপনাগুলোতে ফোরজি এবং ফাইভ জি কভারেজ বাড়ানো হয়েছে শতকরা ৯৯ ভাগ। ইন্টারনেটের গতিও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। হজযাত্রীদের জন্য কমপক্ষে ১০ হাজার ৫০০ স্থানে ওয়াইফাই পয়েন্ট বসানো হয়েছে।

ডিজিটাল ডেস্ক 

























