ভারতের সাবেক কূটনীতিক ও কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ার মনে করেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত। একইসঙ্গে বাংলাদেশে ভারতের কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন তিনি। খবর পিটিআই।
গত মাসে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেন মণি শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে নয়াদিল্লির যোগাযোগ স্থাপন উচিত।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা আমাদের (ভারত) জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি আশা করি, এ বিষয়ে আমরা কখনো দ্বিমত হব না। তাকে আশ্রয় দেওয়ায় আমি খুশি। আমি মনে করি, আমাদের উচিত তিনি যতদিন চান তাকে আথিতেয়তায় রাখতে হবে। এমনকি যদি তা সারাজীবনের জন্যও হয়।’
৭৭ বছর বয়সী হাসিনা গত বছরের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে একটি ছাত্রনেতৃত্বাধীন বিশাল বিক্ষোভের কারণে পালিয়ে যান। এর মাধ্যমে তার টানা ১৬ বছরের শাসনের সমাপ্তি ঘটে।
মণি শঙ্কর আরও বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সত্য। তবে এটি প্রধানত হাসিনার সমর্থকদের ওপর আক্রমণ।’ তিনি বলেন, ‘এ ধরনের প্রতিবেদন সত্য, কিন্তু কিছুটা অতিরঞ্জিত। কারণ অনেক সংঘর্ষের মূল বিষয়ই রাজনৈতিক।’