দেশনেত্রী মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) ময়মনসিংহের দাপুনিয়া ও ঘাগড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ সদর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রোকনুজ্জামান সরকার রোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন কোতয়ালী থানা বিএনপির আহ্বায়ক জনাব হেলাল আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জনাব ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য সচিব জনাব আতাহারুল ইসলাম বুলবুলসহ ময়মনসিংহ মহানগর বিএনপি, কোতয়ালী থানা বিএনপি এবং দাপুনিয়া ও ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ প্রতিনিধি 


















