ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুইশত পিস ইয়াবা ও পাচশত পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার করে পুলিশ। বুধবার ময়মনসিংহ নগরী ও ভালুকা থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ডিবির এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর স্বদেশী বাজার মা মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে থেকে পাচশত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিংকু প্রসাদ গুপ্তকে গ্রেফতার করে। তার বাড়ি মুক্তাগাছার ঈশ্বরগ্রামে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। অপর অভিযানে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকার জামির দিয়া মাস্টার বাড়ী থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ত্রিশালের মোঃ মিন্টু মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিন্টু মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে বলে পুলিশ জানায়। পৃথক মামলাশেষে বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।