বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন বিআরআইসিএমের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা। সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিআরআইসিএমের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান। তিনি বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসর ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মালা খান এবং তার সহযোগীরা বিআরআইসিএমের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি, অপহরণ এবং মিথ্যা মামলা দিয়ে আসছে।