কিছুতেই মৃত্যুর শোক কাটিয়ে উঠা যাচ্ছে না। একজনের মৃত্যুর শোক শেষ না হতেই ফের আরেক জনের মৃত্যুর খবর। এবার মারা গেলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা দিল্লি গণেশ। রোববার (১০ নভেম্বর) সকালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮০ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।অভিনেতা দিল্লি গণেশ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় মৃত্যু হলো তার। এমন বর্ষীয়ান অভিনেতাকে হারিয়ে শোকাহত অভিনেতা আর মাধবন ও বিজয় সেতুপতির মতো তারকা অভিনয়শিল্পীরা।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা আর মাধবন প্রয়াত দিল্লি গণেশের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, একজন দুর্দান্ত অভিনেতা ও খুবই ভালো মনের মানুষ স্বর্গে পাড়ি জমালেন। সেখানকার মানুষদের অনেক আনন্দ দেবেন। আপনাকে অনেক মিস করব। আপনার শান্তি কামনা করি।
অভিনেতা বিজয় সেতুপতি শোক প্রকাশ করে লিখেছেন, দিল্লি গণেশ স্যারের চলে যাওয়া খুবই দুঃখজনক। তিনি ছিলেন তামিল সিনেমার বহুমুখী প্রতিভাদের মধ্যে অন্যতম একজন। তার এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। অভিনেতার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা রইল।