রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গত
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, রমনা থানার এসআই আজিজুল হাকিম শনিবার এনায়েত করিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়।
রমনা বিভাগের একজন পুলিশ কর্মকর্তা জানান, মন্ত্রিপাড়ায় এনায়েত করিমের ঘোরাঘুরি সন্দেহজন ছিল। তাই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়নি। তাকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপাড়ায় এলাকায় একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এনায়েত করিমকে। এ সময় পুলিশ তার গাড়ি থামালে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
পরে তাকে হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া দুটি আইফোনে প্রাথমিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।