ময়মনসিংহের মুক্তাগাছায় ইউএনও ইসলাম বাসের চালককে পিটানোর প্রতিবাদে মালিক শ্রমিক কর্তৃক রাস্তা অবরোধ করা হয়।
রাস্তা অবরোধ করে সম্পূর্ণ মুক্তাগাছার যান চলাচল বন্ধ করে দেয় । পরবর্তীতে সেনাবাহিনী এসে রাস্তা ক্লিয়ার করে যানচলাচল স্বাভাবিক করে দেয় ।এরপর অবরোধকারীরা আবারও মুক্তাগাছার নতুন বাজারে মাটির ট্রাক দিয়ে রাস্তা ব্লক করে রাখে ।
যাকে ইউএনও মহোদয় মেরেছেন তার এক বক্তব্যে সে বলেছেে “এটার বিচার চাই !যদি এটার বিচার না হয় তাহলে আমি গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করবো”।
এছাড়াও শ্রমিক দলের সভাপতির কথায় জানা যায়,তাদের এখন একটাই দাবি ইউএনও এর সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে না হয় ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইতে হবে।
তবে সড়ক অবরোধে যাত্রীরা খুব বিপাকের মধ্যে আছে।