রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরামকে খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি নান্টু এবং এজাহারভুক্ত তিন নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নওগাঁ সদর থানার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের বাড়ি রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায়।
র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় র্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, আকরাম হত্যার পর আসামিরা এক ভ্যানচালকের মাধ্যমে নওগাঁর এক প্রত্যন্ত গ্রামে পালিয়ে গিয়ে আত্মগোপনে ছিল। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বোয়ালিয়া থানায় সোপর্দ করা হবে।
উল্লেখ্য, রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় সম্প্রতি নান্টু তার স্ত্রীকে মারধর করলে প্রতিবেশী আকরাম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নান্টু ও তার সহযোগীরা আকরামের মেয়েকে উত্ত্যক্ত করতে শুরু করেন।
গত বুধবার রাতে আকরাম বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে নান্টু ও তার সহযোগীরা আকরাম এবং তার ছেলে হাসান ইমামের ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে হাসান ইমাম বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের মরদেহ সামনে রেখে স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন।