মেয়ের চুরি হওয়া গরু উদ্ধারের জন্য ট্রাকের পথরোধ করতে গিয়ে ট্রাকচাপায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামের সবুর উদ্দিন (৬৫) নামে একজনের মৃত্যু হয়।
সোমবার (৩ মার্চ) রাত ২টার দিকে সাটুরিয়া উপজেলার পার্শ্ববর্তী ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে নার্গিসের (৩৫) বাড়ি থেকে ৩টি গরু চুরি করে ট্রাকে নিয়ে সাটুরিয়ার উদ্দেশে পালিয়ে যাচ্ছিল একদল চোর। পরে তিনি তার বাবা সবুরকে কল করে গরু চুরি হওয়ার কথা জানান। সবুর তার আপন ছোট ভাই শওকত আলী, ভাতিজা নাজমুল বাবুলকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেন।