রাজধানীর উত্তরা এলাকায় এক যুবককে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তারা।
শনিবার (১৯ এপ্রিল) রাতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশে সড়কে এক যুবককে জোর করে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনার স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, মাস্ক পরা এক যুবককে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নেয় তিন ব্যক্তি। এরপর গাড়িটি দ্রুত গতিতে বিমানবন্দরের দিকেই চলে যায়।
তবে ঘটনাটি কবে সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।