আজ (৯ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর অধিনায়ক জানান, গত ২ মার্চ আধিপত্য বিস্তারের জেরে নগরীর কাউনিয়া পিছনের স্কুল এলাকায় তিন নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় আরও একজন আহত হয়। তাদের উদ্ধার করে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শাহিন গাজীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় নিহতের ভাই পরবর্তীতে কাউনিয়া থানায় মামলা দায়ের করে।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহিন সরদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় র্যাব।