জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বন্দর সংশ্লিষ্ট একটি বিষয়ে চলমান বিভ্রান্তি নিরসনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দুইটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
পোস্টে তিনি উল্লেখ করেন:
“দুইটি বিষয়ে স্পষ্ট করতে চাই—
১. যে অফিসে বসে ছবি তোলা হয়েছে, সেটি আমার ব্যক্তিগত অফিস নয়; এটি জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।
২. বন্দর এলাকায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং-এর যে শ্রমিক কমিটি গঠিত হয়েছে, আমি শুধুমাত্র সেই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। আমি বন্দর কর্তৃপক্ষের (পোর্ট অথরিটি) কোনো ধরনের উপদেষ্টা নই।”
সাম্প্রতিক সময়ে একটি ছবি ও তার প্রেক্ষিতে গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ বক্তব্য দেন হান্নান মাসউদ। দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিভ্রান্তি রোধেই এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।