রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সদস্য ফিরোজ মিয়াকে (৩৫) বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ফিরোজ মিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের সাবেক মেম্বার, মীরবাগ শ্যামপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, গত আগস্টে জেলা ম্যাজিস্ট্রেটের স্বারকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ (অ্যাডভান্স ডিটেনশন) জারি করা হয় ফিরোজ মিয়ার বিরুদ্ধে। তিনি তখন থেকে পলাতক ছিলেন।
ওসি আরও বলেন, ‘বুধবার সন্ধ্যার পর এসআই ডন কংকন বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে মীরবাগ এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।’