এলাকাবাসীর থেকে জানা যায়, গত বুধবার (১১মার্চ )বিকালে রাঙ্গামাটির শুভলংয়ের রূপবান এলাকায় জেএসএস ও ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ সংগঠিত হয়। এতে জেএসএসের কালেক্টর সম্রাট চাকমা নিহত হন। এই হত্যার জের ধরেই জেএসএসের সন্ত্রাসীরা এই সশস্ত্র হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, দুটি আঞ্চলিক দলের সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়েছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যাচ্ছে। ফিরে আসলেই বিস্তারিত জানা যাবে।
তবে বন্দুক যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনায় জেএসএস ও ইউপিডিএফের কোন বক্তব্য পাওয়া যায়নি।