রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না—এ কথা স্পষ্ট করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিন। একই সঙ্গে পর্যবেক্ষকদের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ রাখতে প্রতিনিধি দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দিনব্যাপী সংলাপের প্রথম ধাপ শেষে সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় কমিশন। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়টি এবার বিশেষ গুরুত্ব পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়। পরবর্তীতে নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধনের জন্য দাবি–আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। পরে চূড়ান্ত তালিকায় ওই ১৬টি যুক্ত হওয়ায় মোট ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করে ইসি।

অনলাইন ডেস্ক 






















