এর আগে, সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নেন। সেখানে কুমিল্লার তনু হত্যাকাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক মাগুরার আট বছরের শিশুর ধর্ষণের ঘটনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তারা বলেন, ‘সরকার আজ পর্যন্ত কোনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারেনি।’
বিক্ষোভকারীরা বলেন, ‘আপনারা যদি ধর্ষকদের বিচার করতে না পারেন, তাহলে জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাদের বিচার করবে।’
সমাবেশে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসেই যদি আমরা নিরাপদ না থাকি, তাহলে বাইরে কীভাবে নিরাপদ থাকব?’ শিক্ষার্থীরা সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে বলেন, ‘নারীদের নিরাপত্তা দিতে না পারলে, দেশ পরিচালনার অধিকারও হারিয়েছেন।’
শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। গতকাল রাতেও তারা একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে তারা মনে করেন।