বাগেরহাটের রামপালে ৫২ যাত্রী নিয়ে চলা একটি ইঞ্জিনচালিত নৌকা মইদাড়া নদীতে উল্টে যায়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ ভেসে যাওয়া ২০
রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ও আহত ব্যক্তিদের তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনার খবর পেয়ে প্রধান গেটে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা এগিয়ে যান এবং তারা সিকিউরিটি কন্ট্রোল রুমকে অবহিত করেন। সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল টিম এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত ফায়ার অ্যান্ড সেফটি টিমকে অবহিত করা হয়। কিছু লোক সাঁতরে তীরে আসলেও বৃদ্ধ এবং শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়।
এ ঘটনায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম দ্রুত হাসপাতাল পরিদর্শন করেন এবং দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহত সবাই বিপদমুক্ত আছে। তবে তাদেরকে কিছু সময় অবজারভেশনে রাখতে হবে।

ডিজিটাল রিপোর্ট 














