সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে খোঁজ খবর নেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রেজভীর বলেন, ‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইল ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরও কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নয় তলায় আগুন দেয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র ছিল’
রিজভী বলেন, এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। যদি না দেওয়া হয় তাহলে বিএনপি সাধ্যমত এই পরিবারের পাশে দাঁড়াবে।