ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম নামের একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। একে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক সাকিব আহমেদকে মারধর করেছেন মৃতের স্বজনরা।
প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের গেট বন্ধ করে দিয়েছেন। চিকিৎসা সেবা কার্যক্রমও বন্ধ রেখেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে পৌঁছেছেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা।
গত বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নতুন ভবনের মেডিসিন বিভাগের সাত তলায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই নারী রোগী ঢামেকের নতুন ভবনে চিকিৎসা নিতে গিয়ে মারা যান। ওই রোগীর বাড়ি ঢাকার কামরাঙ্গীচরে। রোগীর স্বজনরা বলেছেন, চিকিৎসক ইনজেকশন পুশ করার পরপর ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চিকিৎসকে রোগীর স্বজনরা চিকিৎসককে মারধর করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মারা যাওয়া রোগীটিকে নতুন ভবনে থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ অবগত আছে। পরে শুনেছি, জরুরি বিভাগের মেইন গেট বন্ধ করে রেখেছে চিকিৎসকরা।
এদিকে ঘটনার পর স্বজনদের থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ডিজিটাল ডেস্ক 





















