রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এর সঙ্গে জড়িত পলাতক এক সাংবাদিকসহ তিন সদস্যকে গ্রেপ্তারে মাঠে নেমেছে বিমানবন্দর থানা পুলিশ।
ছিনতাই চক্রটির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক মো. জুলহাস উদ্দিন। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা হলেন মো. মাকসুদ (২৬), পুশিদার হোসেন (২৮), আসাদুল হক (৪১) ও মো. ইকবাল হোসেন (৩৯)। এ মামলায় পলাতক আসামি গণমাধ্যমকর্মী শহিদুল ইসলাম (সোহেল)। পলাতক সোহেল একটি পত্রিকার সহকারী সম্পাদক। এ ছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরও দুই আসামি রয়েছে।
খবর পেয়ে এপিবিএনের একটি দল ধাওয়া দিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদরদপ্তরের সামনে গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। পরিস্থিতি বুঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় গণমাধ্যমের স্টিকারযুক্ত প্রাইভেট কারের মালিক সোহেল।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ সমকালকে জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।