ঢাকাগামী ঈগল-৫ নামের একটি যাত্রীবাহী দোতলা লঞ্চের কার্নিশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে এক যাত্রী মেঘনা নদীতে পড়ে যায়। তার নাম ঠিকানা জানা যায়নি। সোমবার (৭এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঈগল-৫ যাত্রীবাহী লঞ্চটি একই দিন বাউফলের কালাইয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
সফিকুল ইসলাম নামের ওই লঞ্চের এক যাত্রী জানান, “লোকটির বয়স ৫৫ বছর হবে। রাত ১১টার দিকে লঞ্চটি যখন মেঘনা নদী পাড়ি দিচ্ছিল, তখন ওই যাত্রী লঞ্চটির কার্নিসে হাঁটাহাঁটি করছিলেন। এসময় হঠাৎ করে তিনি নদীতে পরে যান। তখম লঞ্চের যাত্রীরা ডাকচিৎকার করলেও লঞ্চটি থামানো হয়নি।”
তবে ওই যাত্রীর ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।
এ ব্যাপারে জানতে ঈগল-৫ লঞ্চের সুপারভাইজারকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।