লোহাগাড়া এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত ও ১২ জন আহত হন।