শামা ওবায়েদ ইসলাম বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেছেন, দেশে নারীরা নিরাপদ নয়। বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, সহিংসতা ও নির্যাতন চলছে। দেশে আইনের শাসন নেই। চুরি ও ডাকাতি হচ্ছে, আমাদের অন্তর্বর্তী সরকার কিছু করতে পারছে না। সুতরাং সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ১৭ কোটি মানুষ ভোটের আশায় বসে আছে।
গত বুধবার (১৯ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা যুবদলের আয়োজনে ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৫ বছর পরে শেখ হাসিনার পতন ঘটেছে। আওয়ামী লীগের দৃশ্যত দেখা যাচ্ছে না। হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা চারপাশে ঘোরাফেরা করছে। হাসিনার পতনের পরেও তাদের দোসররা দেশে অস্থিতিশীল সৃষ্টি করছে।
জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন কায়েম হবে। নিরপরাধ ব্যক্তিরা গুম হবে না। অর্থনীতি ব্যাংকিং সেক্টরসহ সকল সেক্টরকে উন্নত করতে বিএনপির বিকল্প নেই।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সদস্য সচিব এ.কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।