শিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালায় জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। এর মধ্যে সাংবাদিকতা ও আইন পেশাও অন্তর্ভুক্ত। এই নিয়ম ভঙ্গ করলে এমপিও বাতিল করা যাবে।
নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনে প্রধান পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া যাবে। ৬১ পৃষ্ঠার নীতিমালায় স্তরের ওপর নির্ভর করে শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল সংখ্যা, নিয়োগের শর্তসহ বিস্তারিত উল্লেখ রয়েছে।
বর্তমানে দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারী মাসে সরকার থেকে মূল বেতন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা পান। সম্প্রতি সরকার আন্দোলনের প্রেক্ষিতে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত দিয়েছে। এর প্রথম ধাপ কার্যকর হয়েছে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে, বাকি ধাপ কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।

ডিজিটাল রিপোর্ট 
























