শিক্ষার্থীদের ওপর দুই দফায় হামলার প্রতিবাদে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলার নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি এলাকায় প্রতিষ্ঠানটির মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, সোমবার দুপুরে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাকারিয়ার নাঈম নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের বাইরে একটি রেস্টুরেন্টে খেতে গেলে স্থানীয়রা তাকে মারধর করে। দুপুরেই শিক্ষকেরা বিষয়টি মিমাংসা করে দেন।
এরপর সন্ধ্যায় ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী পিয়াস একই রেস্টুরেন্টে খেতে গেলে স্থানীয়রা তাকে তুলে নিয়ে যেয়ে বিলে নেন এবং মারধর করে। খবর পেয়ে শিক্ষার্থীরা পিয়াসকে উদ্ধার করে আনে।
এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাত পৌনে ৮টার দিকে শিক্ষার্থীরা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুই পাশে যানবহন আটকা পড়ে। পরে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত সোয়া ৯টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
নাটোর থানার ওসি মাহাবুর রহমান বলেন, ‘আমরা অভিযুক্ত ব্যক্তিদের নাম সংগ্রহ করেছি। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পুলিশ নিরাপত্তা দেবে।’