ঢাকার সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও পুলিশের দাবি- ডাকাতরা চেষ্টা করেছিল, তবে ডাকাতি করতে পারেনি।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন সাভারের বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ আল আমিন।
এরআগে, ভোর সাড়ে ৪ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নে আকরাইন-সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় এ ডাকাতরা গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ।
ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডে একটি ভিডিওতে দেখা যায়, সাভারের বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় একটি প্রাইভেটকার যাচ্ছিল।
এ সময় সড়কে একটি গাছ ফেলে কয়েক জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে প্রাইভেটকারের গতিরোধের চেষ্টা করে। সেসময় প্রাইভেটকার চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ডাকাত সদস্যরা গাড়িতে হামলা করে। এতে গাড়ির জানালার কাচ ভেঙে যায়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ কিছু সময়ের জন্য সড়কে গাড়ির স্বাভাবিক অবস্থা বন্ধ দেখে আমরা এগিয়ে যাই। পরে আমরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা ভয়ে পালিয়ে যায়। তবে আমরা তাদের পিছু ধাওয়া করেছিলাম।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, আমরা ভিডিও দেখেছি। কিন্তু কোন সড়কের চিত্র এখনো আমরা নিশ্চিত করতে পারছি না।

ডিজিটাল রিপোর্ট 




















