সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আবুল কালাম বিশ্বাস (৫২) নিহত হয়েছেন।
গত সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ মঙ্গলবার সকাল ১১টায় ষোলমাইল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে ষোলমাইল সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
স্থানীয়রা জানান, ওই সড়কে ডিভাইডারের পাশে গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। মৃত্যুর খবরে রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেন আবুল কালাম বিশ্বাস। গুরুতর আহত স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।