ফরিদপুরের সালথায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (৪৭) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও চারজন আহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষক ইব্রাহিম হোসেন তার স্কুলের দুই শিক্ষার্থীকে নিয়ে মোটরসাইকেলে করে সালথা উপজেলা সদরে একটি স্কাউট প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছিলেন। পথে ফুকরা গ্রামের মধ্যপাড়া মুনছুর কাঁছা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও আরও পাঁচজন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিক্ষক ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত ও দুই শিক্ষার্থীসহ আরও চারজন আহত হয়েছেন। নিহতের মরদেহ থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।