গত মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘পোস্ট ইলেকশন ২০২৬ হরিজন: ইকোনমি, পলিটিক্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের ঋণের পরিবর্তে ক্যাপিটাল মার্কেটের ব্যবহার বাড়ানো উচিত। সরকার মিউনিসিপ্যাল বা সার্বভৌম বন্ড ছাড়ার মাধ্যমে ঋণের চাপ কমাতে পারবে, যা অর্থনীতিকে গতিশীল করবে।”
তিনি আরও বলেন, “উড়োজাহাজ কেনা বা রেলওয়ের মতো বড় প্রকল্পে বিদেশি ঋণ নেওয়ার পরিবর্তে সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ড ইস্যু করতে পারতো। আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও সঠিক পরিবেশ তৈরি হলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন।”
অর্থনীতির চ্যালেঞ্জের বিষয়ে তিনি মন্তব্য করেন, “আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাজারে আস্থা না থাকা। বাজারকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং স্বচ্ছতা আনা ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংকটও মূলত হিসাবরক্ষণ ও স্বচ্ছতার অভাবের কারণে গভীর হচ্ছে।”
সম্মেলনে বাংলাদেশের অর্থনীতির বিশ্লেষক, বিএসইসি কমিশনার, ব্যাংকারদের প্রতিনিধি ও বিদেশি বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।

ডিজিটাল ডেস্ক 





















