বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে।
গত মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ আর দেখা যায়নি।
এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল একটি ফেসবুক পোস্টে ইসির সমালোচনা করেন।
‘অভিশপ্ত নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? প্রশ্ন করে ওই পোস্টে তিনি জানতে চান, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?’
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ইসির প্রতি তিনি আরও প্রশ্ন রাখেন, পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামিলীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?