ময়মনসিংহ , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ গাজীপুর সিটি করপোরেশনে ১০০ জনকে নিয়োগ দেবে আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে সুবিধা বললেন মির্জা আব্বাস সাতক্ষীরায় মানববন্ধন সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই ডিএমপির অফিস আদেশ স্তগিত, অনুমতি লাগবে না আসামি গ্রেপ্তারে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার আ. লীগ বিরোধিতা করা ছাড়া গত ১৭ বছরে বিএনপি’র রাজনীতি কি সেটা তাদের কর্মীদেরও শিখাতে পারে নাই বললেন নুরুল কবির কয়েক লাখ মানুষ মেরেও যদি ক্ষমতায় থাকার সুযোগ হতো, শেখ হাসিনা তাই করতো বললেন শিবির সভাপতি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাতক্ষীরায় মানববন্ধন সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় কালের কণ্ঠের সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ‘সাতক্ষীরা সাংবাদিক সমাজ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের আসাদুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন ও মানবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান স্থানীয় সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে টিপুর হাতাহাতি হয়। এ সময় তদন্ত ছাড়াই এক পেশে শাস্তি প্রদান করে ইউএনও শেখ রাসেল অনিয়ম করেছেন। ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে না ঘটলে তিনি শাস্তি দিতে পারেন না।

তারা আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারের লোক শ্রমিক ও দুর্নীতিবাজ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে শাস্তি দিয়ে তিনি দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজের তথ্য চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটলে উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেলকে জানান। তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ডের রায় দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সাতক্ষীরায় মানববন্ধন সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে

আপডেট সময় ০৩:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলায় কালের কণ্ঠের সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ‘সাতক্ষীরা সাংবাদিক সমাজ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের আসাদুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন ও মানবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান স্থানীয় সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে টিপুর হাতাহাতি হয়। এ সময় তদন্ত ছাড়াই এক পেশে শাস্তি প্রদান করে ইউএনও শেখ রাসেল অনিয়ম করেছেন। ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে না ঘটলে তিনি শাস্তি দিতে পারেন না।

তারা আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারের লোক শ্রমিক ও দুর্নীতিবাজ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে শাস্তি দিয়ে তিনি দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজের তথ্য চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটলে উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেলকে জানান। তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ডের রায় দেন।