আপডেট সময়
১০:৫১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
১০
বার পড়া হয়েছে
মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আজিজের ওপর হামলা হয়েছে। হামলায় তাকেসহ তিনজনকে গুরুতর আহত করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দিপু। এ ঘটনার বদলা নিতে দিপুর বাসায় হামলা চালাতে গিয়ে এলাকাবাসীর ধাওয়ার শিকার হয় আজিজের অনুসারিরা। এসময় তাদের ফেলে আসা ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করে এলাকাবাসী।
এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
গত শুক্রবার বিকেলে সিলেট ল’ কলেজের সামনে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজের সঙ্গে ছাত্রলীগ কর্মী অপুর বাকবিতণ্ডা হয়। এরপর দিপু লোকজন নিয়ে আজিজের উপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে আজিজের মাথায় আঘাত করে।
সময় রক্তাক্ত অবস্থায় আজিজকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ১৮টি সেলাই লাগে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।