স্টাফ রিপোর্টার :
‘আসমানে যাইওনারে বন্ধু ধরতে পারবো না তোমায়’ , মরা নদী এলবাম সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার, সুরকার শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) সড়ক দুঘটনায় মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ‘র ছাতকের সুরমা ব্রিজ এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে তিনি মারা যান। তিনি সিএনজির যাত্রী ছিলেন। এসময় তার সঙ্গে থাকা ছাত্তার নামে একজনও ঘটনাস্থলে মারা যায়। সিএনজির চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
পাগল হাসানের বাড়ি সুনামগঞ্জ ছাতকের শিমুলতলা গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিটি যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে আসছিলো। খালি বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিলো। পথে সুরমা ব্রিজ এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পাগল হাসানসহ আরও একজন ঘটনাস্থলে মারা যান। অন্য ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম।
ছাতক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, ঘটনাস্থলেই পাগল হাসানসহ আরেকজন মারা যান। বাকী ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আমরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।