ময়মনসিংহ , বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে – উপদেষ্টা শারমীন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে।’

আজ বুধবার (২৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ আর সেনাবাহিনী যথেষ্ট নয়। যারা নির্বাচন চান, তাদের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এই পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে, সেটা আমরা চাই না। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি মানুষ ভালোবেসে প্রফেসর ইউনূসকে নিয়ে এসেছেন। আবার এটাও দেখতে পাচ্ছি, মানুষ ধৈর্যহীন হয়ে পড়েছেন। মাত্র এক বছরে যদি আমরা ধৈর্যহীন হয়ে যাই, তাহলে গত ১৫–১৬–১৭ বছরের দুর্নীতি ও অন্যায় কীভাবে শুধরাবে? তাই আমার আবেদন থাকবে আমরা সকলে মিলে যার যার জায়গায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে কাজ করব।’
 
মব সন্ত্রাসের বিষয়ে তিনি বলেন, ‘এটা শেষ করতে হবে। যখন তখন কিছু দুষ্টু মানুষকে একত্র করে মব সৃষ্টি করা হয়। এই মবটা সহজে তৈরি হচ্ছে মূলত মোবাইল টেকনোলজির কারণে। সেখানে নিয়ন্ত্রণ আনতে হবে। এটা সফলতা-বিফলতার বিষয় নয়, বরং নতুন সমস্যা। নতুন কৌশলে আমাদেরকে এটি মোকাবিলা করতে হবে, কারণ দুষ্কৃতকারীরা এখন সাইবার অপরাধ করছে এবং বিভিন্ন পেইজ ব্যবহার করছে।’
 
সুধি সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও নবীনগরের সন্তান হাবিবুর রহমান কামাল, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
এর আগে উপদেষ্টা নাসিরাবাদ গ্রামে তার নিজ বাড়িতে গেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে – উপদেষ্টা শারমীন

আপডেট সময় ০৯:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে।’

আজ বুধবার (২৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ আর সেনাবাহিনী যথেষ্ট নয়। যারা নির্বাচন চান, তাদের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এই পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে, সেটা আমরা চাই না। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি মানুষ ভালোবেসে প্রফেসর ইউনূসকে নিয়ে এসেছেন। আবার এটাও দেখতে পাচ্ছি, মানুষ ধৈর্যহীন হয়ে পড়েছেন। মাত্র এক বছরে যদি আমরা ধৈর্যহীন হয়ে যাই, তাহলে গত ১৫–১৬–১৭ বছরের দুর্নীতি ও অন্যায় কীভাবে শুধরাবে? তাই আমার আবেদন থাকবে আমরা সকলে মিলে যার যার জায়গায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে কাজ করব।’
 
মব সন্ত্রাসের বিষয়ে তিনি বলেন, ‘এটা শেষ করতে হবে। যখন তখন কিছু দুষ্টু মানুষকে একত্র করে মব সৃষ্টি করা হয়। এই মবটা সহজে তৈরি হচ্ছে মূলত মোবাইল টেকনোলজির কারণে। সেখানে নিয়ন্ত্রণ আনতে হবে। এটা সফলতা-বিফলতার বিষয় নয়, বরং নতুন সমস্যা। নতুন কৌশলে আমাদেরকে এটি মোকাবিলা করতে হবে, কারণ দুষ্কৃতকারীরা এখন সাইবার অপরাধ করছে এবং বিভিন্ন পেইজ ব্যবহার করছে।’
 
সুধি সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও নবীনগরের সন্তান হাবিবুর রহমান কামাল, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
এর আগে উপদেষ্টা নাসিরাবাদ গ্রামে তার নিজ বাড়িতে গেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।