লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রমজান মাসে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন।
তিনি হুঁশিয়ারি করে বলেছেন, ‘যারা বাজার অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
গতকাল রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ পুলিশ লাইনে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গত বছরের তুলনায় এ বছর বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সরকার তা পর্যবেক্ষণ করছে যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়।
রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।