রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে।
তবে এটি কোনো নাশকতা নয়, বরং গাড়ির কাজ চলাকালীন ব্যাটারি সংযোগের ত্রুটিতেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জাগো নিউজকে বলেন, ‘গাড়ির মেরামতকাজ চলছিল। কাজের সময় ব্যাটারির সংযোগ এক হয়ে গেলে আগুন ধরে যায়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।’
তিনি আরও জানান, আগুনে কেউ আহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি মেরামতের সময় মিস্ত্রির অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

ডিজিটাল রিপোর্ট 






















